faridahmedrezaMay 6, 20202 minআমি রোজ কুরআন অধ্যয়ন করি (?)কুরআন বুঝে পড়ার কথা আমি তাঁকে বলছিলাম। জবাবে তিনি আত্মতৃপ্তির সাথে বললেন, - ‘আলহামদুলিল্লাহ। আমি রোজ অর্থসহ কুরআন অধ্যয়ন করি।’ তিনি আমার পুরানো বন্ধু। নাম বলার দরকার নেই। আমি জানি, তিনি খুব ভালো মানুষ। নিয়মিত নামাজ-রোজা করেন। সততার সাথে জীবনযাপন করতে চেষ্টা করেন। আমি বললাম, ‘আপনি কি কুরআনের ভাষা জানেন? মানে, আরবী ভাষা?’ - ‘না, ভাষা জানি না। আমার কাছে বাংলা এবং ইংরেজি তাফসির আছে। সেখান থেকে পাঠ করি।’ - ‘এ তাফসির যিনি লিখেছেন তিনি কি সঠিকভাবে এর অনুবাদ করতে প