- faridahmedreza
মৃতকে গালি দেয়া
মৃতকে গালি দেয়া নিকৃষ্ট মনের পরিচয়। মহানবী (স) বলেছেন, তোমরা মৃতকে গালি দিও না। মৃতকে গালি দিলে মৃতের কিছু হয় না, কিন্তু জীবিতরা কষ্ট পায়।
কারো প্রতি হিংসা পোষণ বা কাউকে কষ্ট দেয়া ভালো কাজ নয়। পৃথিবীতে মানুষ যতদিন থাকবে ততদিন মতপার্থক্যও থাকবে। মতপার্থক্যের কারণে যারা অন্যকে গালি দেয় তাদের মধ্যে সহিষ্ণুতা নেই। তারা সমাজবদ্ধ জীবনের জন্য অচল।
আমরা সবাই আল্লাহর জন্য এবং সবাই তাঁর কাছেই ফিরে যাবো। আমাদের নিজেদের আত্মীয়, বন্ধু ও পরিচিতদের অনেকের ইন্তেকালের খবর আমরা পাচ্ছি। সকল মৃত্যুই দুঃখজনক। যারা করোনায় বা অন্যভাবে ইন্তেকাল করেছেন তাদের সবার জন্য দোয়া এবং তাদের পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।

4 views0 comments