- faridahmedreza
যিসাসের আগমন অনিবার্য
Updated: May 7, 2020
বেথনালগ্রীন টিউব স্টেশনে
একজন বঙ্গসন্তানের পতন দেখে আতঙ্কিত আমি
দৌড়ে পালালাম ব্রিকলেনের দিকে
সেখানে আছেন আমার একান্ত সুহৃদ
মিস্টি মেয়ে ফাহমিদার বাবা
পায়রার খোপের মতো ছোট্ট এক অফিসকক্ষে বসে
বয়স ও মন্দার ভারে উদ্বিগ্ন সময় কাটছে তার।
সবশুনে বিষন্ন কন্ঠে বললেন,
সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে রেজা সাহেব
লন্ডনের রাজপথে অসংখ্য রাজা ইডিপাস কিলবিল করছে
ট্রান্সজর্দান এলাকার অভিশপ্ত দ্বীপের নব্য বাসিন্দারা
পেন্টাগন দখলের পর বৃটিশ পার্লামেন্টের দিকে ধেয়ে আসছে
সুতরাং বঙ্গসন্তানের কথা শিকেয় তুলে রেখে
সমগ্র পৃথিবীর কথা একবার ভাবুন
আমাদের কারো বাঁচার পথ খোলা নেই
পূর্বাচলের সূর্য পশ্চিমাকাশে উদিত হবে
ধ্বস নামছে সর্বত্র
মহাপ্রলয় অত্যাসন্ন।
তার বিষন্নতা আমার মধ্যে ক্রিয়াশীল হবার আগেই
বহুদূর থেকে ভেসে আসা গুরুগম্ভীর একটি কণ্ঠ
আমার আচ্ছন্নতাকে এক ফুৎকারে উড়িয়ে দিলো
নিজের মধ্যে খুঁজে পেলাম এক বিস্ময়কর শক্তি
তাকে অভয় দিয়ে বললাম,
সূর্য পশ্চিমাকাশে উদিত হলে অপনার আনন্দে নৃত্য করা উচিত
চামচিকারা তখন পালিয়ে যেতে বাধ্য হবে
যারা শস্য-শ্যামলা এ সুন্দর বসুন্ধরাকে
মানব সন্তানের জন্য বসবাসের অযোগ্য করে তুলছে
তারা বনে-জঙ্গলে গিয়েও আশ্রয় পাবে না।
আমরা জানি ফেরেশতা ইস্রাফিল
হুকুমের অপেক্ষায় শিঙ্গা হাতে যুগ যুগ থেকে অপেক্ষমান
কিন্তু আরো কিছু বিস্ময়কর ঘটনার আগে তিনি
শেষ ফুৎকার দিতে পারবেন না।
আমাদের হাতে তুলে নেয়া সবুজ চারাগাছ রোপন করে
পৃথিবীকে ফলে-ফুলে সুশোভিত করার সুযোগ তাকে দিতেই হবে।
নিশ্চিত জানবেন,
সূর্য পশ্চিমে উদিত হবার আগে
নতুন পৃথিবীর বার্তা নিয়ে যিসাসের আগমন অনিবার্য
দাজ্জালের অভ্যূদয় এবং পতন অনিবার্য
বিশ্বমানচিত্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন
মেহদির বিজয় অভিযানের প্রস্তুতিপর্ব চলছে সর্বত্র
আপনি-আমি সেখানে থাকবো কি না তা ভিন্ন প্রসঙ্গ
দিব্য চোখে আমি দেখতে পাচ্ছি
সে অভিযানে শরিক হবার তীব্র আকাঙ্খা লালন করে
পুশ চেয়ার থেকে অগণিত শিশু
লম্ফ দিয়ে মাঠে নামছে আফগান শার্দুলের মতো
এবং থর থর করে কাঁপছে গোটা পুঁজিবাদী সভ্যতা।
বেথনালগ্রীন, লন্ডন
১০ ফ্রেব্রুয়ারী ১৯৯৩
